ভাবুন তো আপনি আপনার মেকানিক্যাল আর্ম নড়াচড়া করছেন আপনার ব্রেইন দিয়ে অর্থাৎ আপনার চিন্তা ভাবনা দিয়ে অথবা ভিডিও গেম খেলছেন শুধুমাত্র আপনার মাইন্ড ইউজ করে। অবশ্য এসব কোন না কোন সাইন্স ফিকশন মুভিতে দেখেছেন বা গল্পে পড়েছেন।
বিজ্ঞানিরা এবং ইঞ্জিনিয়ার্সরা কয়েক দশক ধরে কাজ করে যাচ্ছেন এই টেকনোলজিকে ডেভেলপ করতে। আর এটিই হলো ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা বলা যায় BCI।
ব্যাপারটি হচ্ছে আপনার ব্রেইনে এটি ইমপ্ল্যান্টস করার পর আপনি সরাসরি আপনার চিন্তার মাধ্যমে যেকোন ধরনের কাজ করতে পারবেন। আপনি মনে মনে চিন্তা করে কাউকে কল দিতে পারবেন। আবার অপর প্রান্তে যিনি আছেন তিনিও সেইম ওয়েতে কলটি রিসিভ করতে পারবেন। অনেক সময় এমন মনে হয়েছে না? শীত লাগছে, কিন্তু অলসতার জন্য কাঁথাটা গায়ে দিতে পারছেন না। তখন মনে হতো ইস যদি অটোমেটিক কাঁথাটা গায়ে চলে আসতো! এমনটিই করা সম্ভব হবে ব্রেইন কম্পিউটার ইন্টারফেস টেকনোলজির মাধ্যমে। আপনি সরাসরি কম্পিউটার বা মেশিনের সাথে কমিউনিকেট করতে পারবেন। ধরুন ঘরে আপনার গৃহস্থলি কাজের জন্য রোবট আছে। আপনার চিন্তা পাস করলেন রোবটের কাছে। ব্যস রোবট এসে কাঁথাটা গায়ে তুলে দিলো।
ভবিষ্যতে এই টেকনোলজি ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ নিয়ে আসবে। আইচক্রিম খেতে মন চাচ্ছে। ব্রান্ড নাম, ধরন চিন্তা করবেন আর অপর পাশ থেকে সেই ব্রান্ডের শপ থেকে অর্ডার কনফার্ম হয়ে যাবে। এমনিকি যারা স্টুডেন্ট তারা ক্লাউড থেকে ক্লাসরুমের কন্টেন্ট গুলোও ডাওনলোড করতে পারবে জাস্ট মাইন্ড ইউজ করেই!
This field of brain-computer interface relies on the ability of the brain to be able to generate certain types of responses that can then be harnessed by computers, to be able to be interpreted by computers.
RAJESH RAO
University of Washington
একটু দাঁড়ান, এত এত সুবিধা, খটকা লাগছে না? কোন অসুবিধাই কি নেই? এত সিকিউরিটি থাকার পরও ব্যাংক থেকে টাকা চুরি যাচ্ছে। একাউন্ট হ্যাক হচ্ছে। ডাটা পাচার হচ্ছে। তাহলে এই যে, এক ব্রেইন থেকে আরেকটা ব্রেইনে ডাটা ট্রান্সফার হবে সেটা কতটা মারাত্মক, ভাবতে পারছেন? আপনার স্টোরেজ হ্যাক হওয়া মানে আপনার সমস্ত তথ্য গায়েব! তাছাড়া যদি ইডিট করে মডিফাই করে দেয়?!?
কারো সাথে কথা বলার সময় আমাদের মন অনেক কিছুই চিন্তা করে, সব কথা বলা যায় না বাট চিন্তায় আসে। সেটা যদি অপোজিট পার্সন বুঝতে পারে ঘটনাটা কই যাবে, ভাবতে পারছেন? যখন যা খুশি যদি হয়েই যায় তাহলে আমাদের আইডেন্টিটিটা কোথায়?? আমি, আপনি কি আমি, আপনি থাকছি নাকি অন্য কারো দাসে পরিণত হচ্ছি?
Sources:
https://en.wikipedia.org/wiki/Brain%E2%80%93computer_interface