বাস্তবে স্বপ্ন? । Augmented Reality

অচেনা কোনো এক স্থানে ঘুরতে গেলেন গাড়িতে করে। আপনি ড্রাইভ করার সময় চোখের ইশারাতেই আপনার সামনে ভেসে উঠছে রাস্তা কিংবা আশেপাশের বিভিন্ন তথ্য। কখনও কখনও আপনি চাইলেই ইশারায় শুনে নিতে পারছেন দরকারি বিভিন্ন নির্দেশনা।

রাস্তায় জ্যাম থাকলে আপনার সামনে চলে আসছে শর্টকাট পথের নেভিগেশন, যা আপনার জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী। কিংবা যাবার পথে খাবার জন্য রেষ্টুরেন্ট খুঁজছেন? আপনি আপনার স্মার্টফোনটি বিল্ডিংগুলোর দিকে নির্দেশ করাতেই সেগুলোর কোনটা রেষ্টুরেন্ট কোনটা মিউজিয়াম বা কোনটা আবাসিক হোটেল জানতে পারছেন।

কেমন হয় যদি আপনার খালি ফ্লাটে আসবাবপত্র কোথায় ডেকোরেট করলে বা কোন দেওয়ালে কি কালারের পেইন্ট করলে চমথকার লুক আসবে সবই নিজের চোখে যদি দেখে নিতে পারেন।

ঢাকার ব্যস্ত শহরে এক জায়গায় একই সময়ে একটা বিলবোর্ডই লাগাতে পারছেন কিন্তু একই জায়গায় একই সময়ে মানুষভেদে যদি ভিন্ন বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকে?

অগেমেন্টেড রিয়েলিটি।

বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের সংমিশ্রণ।

যা আমরা স্বপ্নে দেখতাম এতদিন।

আপনি যা দেখতে চাইবেন, আপনার চাহিদা অনুযায়ী আপনাকে তা-ই দেখাবে অগমেন্টেড রিয়েলিটি। শুধু কম্পিউটার নির্মিত চিত্রই নয়, এতে থাকবে শব্দ, ভিডিও, গ্রাফিক্স, স্পর্শ করার অনুভূতি, এমনকি জিপিএস সুবিধাও!

বাস্তবে স্বপ্ন? । Augmented Reality

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top